Skip to main content

Posts

বাংলাদেশের স্বাধীনতা সমর্থন করায় গ্রেপ্তার হয়েছিলাম, কারাগারেও গিয়েছিলাম: মোদি

বাংলাদেশের স্বাধীনতা সমর্থন করায় গ্রেপ্তার হয়েছিলাম, কারাগারেও গিয়েছিলাম: মোদি জাতীয় প্যারেড স্কয়ারে মুজিব চিরন্তন অনুষ্ঠানমালার সমাপনীতে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: পিআইডি বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমি ও আমার অনেক সহকর্মী বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য সত্যাগ্রহ করেছিলাম। বাংলাদেশের স্বাধীনতার সমর্থন করায় আমি গ্রেপ্তার হয়েছিলাম এবং কারাগারেও গিয়েছিলাম। আজ শুক্রবার বিকালে জাতীয় প্যারেড স্কয়ারে মুজিব চিরন্তন অনুষ্ঠানমালার সমাপনীতে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী। এসময় মোদি বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক, ম্যাডাম শেখ রেহানাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সোনার বাংলার প্রিয় বন্ধুরা, আপনাদের সবার এই স্নেহ আমার জীবনের অন্যতম মূল্যবান মুহূর্ত। আমি আনন্দিত যে, আপনারা আমাকেও বাংলাদেশের উন্নয়ন যাত্রার এই গুরুত্বপূর্ণ পর্বে অন্তর্ভুক্ত করেছেন।’ ‘আজ বা
Recent posts

Oxidase Test- Principle, Procedure and Results

Oxidase Test- Principle, Procedure and Results Table of Contents   Objective of Oxidase Test Principle of Oxidase Test Procedure of Oxidase Test Result Interpretation of Oxidase Test Limitations of Oxidase Test Quality Control of Oxidase Test References Objective of Oxidase Test To determine the ability of the organism to produce the cytochrome oxidase enzyme. Principle of Oxidase Test The oxidase test is designed for specifically detecting the presence of the terminal enzyme system in aerobic respiration called cytochrome C oxidase or cytochrome a3. Cytochrome C oxidase is the terminal or last H2 electron acceptor in an aerobic respiratory mechanism which is composed of a number of enzymes that alternatively oxidize and reduce each other by donating or accepting electrons derived from H 2 . The ability of an organism to produce the cytochrome C oxidase can be determined by using the reagent tetramethyl-p-phenylenediamine dihydrochloride impregnated in the filter disk. The reagent serv

এম এস সি ইন মাইক্রোবায়োলজী (ইভিনিং প্রোগ্রাম) কোর্সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

 এম এস সি ইন মাইক্রোবায়োলজী (ইভিনিং প্রোগ্রাম) কোর্সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

সিম্পল স্টেইন করার পদ্ধতি

সিম্পল স্টেইনঃ  সিম্পল স্টেইন ব্যবহার করা হয়ে থাকে খুব তাড়াতাড়ি এবং সহজ উপায়ে ব্যাকটেরিয়ার আকার, আকৃতি ও উপস্থিতি দেখার জন্য। নামের সাথে সত্যিই মিল রয়েছে, সিম্পল স্টেইন আসলে খুব সিম্পল একটা স্টেইনিং পদ্ধতি যা মাত্র একটি স্টেইন সল্যুশান দিয়ে করা যায়। যে কোন একটি বেসিক ডাই/রং যেমন মিথাইলিন ব্লু, সাফ্রানিন, ক্রিস্টাল ভায়োলেট ব্যবহার করে ব্যাকটেরিয়া কে রং করা যায়। এই স্টেইনের  সময় একটা হাইড্রোক্সাইড আয়ণ ছেড়ে দিবে অথবা একটি হাইড্রোজেন আয়ণ গ্রহন করবে এবং তখনই স্টেইনটি পজিটিভলি চার্জ হবে। আমরা জানি যে অধিকাংশ ব্যাকটেরিয়ার কোষের উপরিভাগ এবং সাইটোপ্লাজম নেগেটিভ চার্জের হয়ে থাকে, তাই পজিটিভ চার্জের স্টেইন দ্রূত ব্যাকটেরিয়ার কোষের উপরিভাগের সাথে মিশে যায়। স্টেইনিংয়ের পর পরই ব্যাকটেরিয়ার কোষের গঠন প্রকাশ পায়। সিম্পল স্টেইন করার পদ্ধতি  স্মিয়ার তৈরিকরণ এবং হিট ফিক্সিং করার পদ্ধতিঃ ১। প্রথমে একটি জীবানুমুক্ত ইনোকুলেটিং লুপের মাধ্যমে ব্যাকটেরিয়া যুক্ত সাসপেনশান থেকে লুপফুল লিকুইড নিয়ে পরিষ্কার স্লাইডে নিতে হবে অথবা কালচার প্লেট থেকে আইসোলেটেড কলোনি এবং এক ফোটা পানি গ্লাস স্লাইডে নি

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রজ্ঞাপন জারি : জনপ্রশাসন সচিব

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রজ্ঞাপন জারি : জনপ্রশাসন সচিব। সরকারি চাকরিতে কোটা বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনানুযায়ী প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় এখন প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় আছে। এটি নিয়ে তাড়াহুড়োর কিছু নেই। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. মোজাম্মেল হক এ কথা বলেন। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গত রোববার থেকে চলা দেশব্যাপী ছাত্র আন্দোলনের মধ্যেই বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা পদ্ধতি তুলে দেয়ার ঘোষণা দেন। তিনি বলেন, কোটা নিয়ে যখন এতকিছু, তখন কোটাই থাকবে না। কোনো কোটার দরকার নেই। কোটা পদ্ধতি তুলে দিলাম। প্রতিযোগিতার মাধ্যমে সবাই চাকরিতে আসবে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের চাকরির জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে। প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার এ সংবাদ সম্মেলন থেকে চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করেন শিক্ষার্থীরা। এ সময় কোটা বাতিল করে প্রধানমন্ত্রীকে তারা ধন্যবাদ ও ক

বহিষ্কৃত এশাকে নিয়ে এ কী বললেন তার বাবা।

বহিষ্কৃত এশাকে নিয়ে এ কী বললেন তার বাবা। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর নির্যাতন ও এক ছাত্রীর পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে বহিষ্কৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশাকে নিয়ে মন্তব্য করেছেন তার বাবা ইসমাইল হোসেন বাদশা। তিনি বলেছেন, আমার মেয়ে এশার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। সে নির্দোষ। আন্দোলনরত ছাত্রীদের ওপর নির্যাতনের অভিযোগে বহিষ্কার হওয়ার পর মেয়েকে নিয়ে গণমাধ্যম কর্মীদের কাছে এ মন্তব্য করেন তিনি। এশার গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৩নং দিগনগর ইউনিয়নের দেবতলা গ্রামে। তারা পুরো পরিবার নিয়ে ঝিনাইদহ শহরের আরাপপুরের জামতলায় বসবাস করেন। তার মা গৃহণী। বাবা মোঃ ইসমাইল হোসেন বাদশা সাবেক ঝিনাইদহ জেলা জাসদের সভাপতি ছিলেন। ২০০১ সালে শৈলকুপার গাড়াগঞ্জ একটি জনসভায় তিনি আওয়ামী লীগে যোগদান করেন। এরপর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে ইসমাইল হোসেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বন ও পরিববেশক বিষয়ক সম্পাদক এবং জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)। তিনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার প একটানা পিপ

প্রধানমন্ত্রীকে ‘মাদার অব অ্যাডুকেশন’ উপাধিতে ভূষিত করল শিক্ষার্থীরা

"প্রধানমন্ত্রীকে ‘মাদার অব অ্যাডুকেশন’ উপাধিতে ভূষিত করল শিক্ষার্থীরা"   সরকারি চাকরিতে কোনো কোটাই থাকবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা মেনে নিয়ে আন্দোলন স্থগিত করেছে শীক্ষার্থীরা। দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রীকে ‘মাদার অব অ্যাডুকেশন’ উপাধি দিয়েছেন আন্দোলনকারীরা।   আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলন করে সংগঠনের মতামত জানাতে গিয়ে এ উপাধি দেন আন্দোলনের সমন্বয়ক হাসান আল মামুন।  এছাড়া প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কোটা ব্যবস্থা বাতিলের প্রজ্ঞাপন জারি পর্যন্ত আন্দোলন স্থগিত ঘোষণা করছেন তারা। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে হামলা ও ভাঙচুরসহ বিশ্ববিদ্যালয় এলাকায় সহিংসতার ঘটনায় দায়ের করা সব মামলা প্রত্যাহার ও আন্দোলনের সময় দেশের বিভিন্ন জায়গায় আট শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। এর আগে, বুধবার বিকেলে জাতীয় সংসদে কোটা নিয়ে ঢাকার সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে ছাত্ররা যেহেতু আর কোটা ব্যবস্থা চায় না, সেহেতু এখন থেকে বাংলাদেশে আর কোটা ব্য