সিম্পল স্টেইনঃ সিম্পল স্টেইন ব্যবহার করা হয়ে থাকে খুব তাড়াতাড়ি এবং সহজ উপায়ে ব্যাকটেরিয়ার আকার, আকৃতি ও উপস্থিতি দেখার জন্য। নামের সাথে সত্যিই মিল রয়েছে, সিম্পল স্টেইন আসলে খুব সিম্পল একটা স্টেইনিং পদ্ধতি যা মাত্র একটি স্টেইন সল্যুশান দিয়ে করা যায়। যে কোন একটি বেসিক ডাই/রং যেমন মিথাইলিন ব্লু, সাফ্রানিন, ক্রিস্টাল ভায়োলেট ব্যবহার করে ব্যাকটেরিয়া কে রং করা যায়। এই স্টেইনের সময় একটা হাইড্রোক্সাইড আয়ণ ছেড়ে দিবে অথবা একটি হাইড্রোজেন আয়ণ গ্রহন করবে এবং তখনই স্টেইনটি পজিটিভলি চার্জ হবে। আমরা জানি যে অধিকাংশ ব্যাকটেরিয়ার কোষের উপরিভাগ এবং সাইটোপ্লাজম নেগেটিভ চার্জের হয়ে থাকে, তাই পজিটিভ চার্জের স্টেইন দ্রূত ব্যাকটেরিয়ার কোষের উপরিভাগের সাথে মিশে যায়। স্টেইনিংয়ের পর পরই ব্যাকটেরিয়ার কোষের গঠন প্রকাশ পায়। সিম্পল স্টেইন করার পদ্ধতি স্মিয়ার তৈরিকরণ এবং হিট ফিক্সিং করার পদ্ধতিঃ ১। প্রথমে একটি জীবানুমুক্ত ইনোকুলেটিং লুপের মাধ্যমে ব্যাকটেরিয়া যুক্ত সাসপেনশান থেকে লুপফুল লিকুইড নিয়ে পরিষ্কার স্লাইডে নিতে হবে অথবা কালচার প্লেট থেকে আইসোলেটেড কলোনি এবং এক ফোটা পানি গ্লাস স্লাইডে নি
To know about microorganisms and procedure of all Pharmaceuticals and Medical Diagnostic Tests